হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মুআ-ফিলিস্তিনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের প্রতিনিধি লিন হেস্টিঙ্গার টুইটারে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রকে ফিলিস্তিনিদের শিক্ষার আন্তর্জাতিক অধিকারের বিষয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ হেব্রনের একটি ইহুদিবাদী আদালত খাশাম আল-কারাম স্কুল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে এবং ইহুদিবাদী কর্তৃপক্ষকে দশ দিনের সময় দিয়েছে।
জাতিসংঘের একজন প্রতিনিধি জানান, দাতব্য তহবিল দিয়ে স্কুলটি নির্মিত হয়েছে। তা সত্ত্বেও, জায়নবাদী আদালত এটিকে ধ্বংস করার নির্দেশ দিয়েছে এবং ২৮ জানুয়ারী তা কার্যকর করা হবে।
হেস্টিনগার আরও বলেন: জাতিসংঘ শান্তিপূর্ন উপায়ে ফিলিস্তিনিদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ-সুবিধা সম্ভব করার প্রতিশ্রুতি পূরণ করার জন্য দখলদার রাষ্ট্রের কাছে দাবি জানায়।
মনে রাখতে হবে এই স্কুলটি ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় নির্মিত হয়েছে এবং সেখানে এলাকার যুবকরা অধ্যয়ন করছে।
উল্লেখ্য যে, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ৫৭টি স্কুল ইহুদিবাদী সরকারের দ্বারা ধ্বংস ও আগ্রাসী পদক্ষেপের হুমকির মুখে পড়েছে, যেখানে অন্তত ৬৫০০ ফিলিস্তিনি শিশু পড়াশোনা করছে।
ফিলিস্তিনি জনগণ বলছে, অত্যাচারী ইহুদিবাদী সরকার শিক্ষা বঞ্চনাকে তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।